হোম > পরিবেশ

পরিবেশ অধিদপ্তরের নীরবতাকে মৌনসম্মতি ধরা হবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: উন্নয়নকাজের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের জন্য আর দীর্ঘদিন অপেক্ষায় থাকার দরকার নেই। এখন থেকে আবেদন দাখিলের পর নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো জবাব না এলে সেটি অধিদপ্তরের মৌন সম্মতি বলে ধরে নেওয়া হবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এমন অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনামন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ে অনাপত্তি আবেদনে সাড়া না দিলে পরিবেশ অধিদপ্তরের জবাব না দেওয়াকে মৌন সম্মতি হিসেবে ধরে কাজ করা হবে। এ বিষয়ে একনেক সভায় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন।

মন্ত্রী বলেন, অনেক সময় উন্নয়নকাজের জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা অনাপত্তির প্রয়োজন হয়। এ সময় তাঁরা দীর্ঘদিন আবেদন ফেলে রাখেন। এ ধরনের সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী বলেছেন, আবেদন জমার সময় নির্দিষ্ট করে দিতে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে। তাঁরা চুপ থাকলে তাদের মৌন সম্মতি রয়েছে ধরে নেওয়া হবে।

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ