হোম > পরিবেশ

২৫ বছরে ফ্রিজ-এসির বাজার দাঁড়াবে ৬০ হাজার কোটি ডলারে, কার্বন নিঃসরণ হবে দ্বিগুণ

বৈশ্বিক উষ্ণায়ন নিয়ে এক আশঙ্কাজনক বার্তা দিল জাতিসংঘ। সংস্থাটির পরিবেশ কর্মসূচি ইউএনইপি বলছে, বর্তমানে ফ্রিজ-এসিসহ শীতলীকরণ যন্ত্রের বাজার ৩০ হাজার কোটি মার্কিন ডলার। তাপমাত্রা বাড়ার কারণে ২০৫০ সাল নাগাদ এই বাজার দ্বিগুণ, অর্থাৎ ৬০ হাজার কোটি ডলারের বাজারে পরিণত হবে। দক্ষিণ এশিয়ায় এই বাজার চার গুণ বড় হবে। এ পরিস্থিতিতে পরিবেশবান্ধব, জ্বালানিসাশ্রয়ী এবং অর্থনৈতিকভাবে সাশ্রয়ী শীতলীকরণ ব্যবস্থা ব্যবহারের আহ্বান জানিয়েছে তারা।

ইউএনইপির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার বাইরে আফ্রিকায়ও বাড়বে শীতলীকরণ যন্ত্রের চাহিদা। 
ইউএনইপির নেতৃত্বাধীন কুল কোয়ালিশন এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) এ গবেষণা করেছে। এতে আরও বলা হয়েছে, দুর্বল অবকাঠামো, নিম্নমানের প্রবৃদ্ধি এবং ভারসাম্যহীন অর্থনীতি ও ব্যক্তিগত আয়ের কারণে বিশ্বজুড়ে শীতলীকরণ যন্ত্রের ব্যবহার বৃদ্ধির কারণে কার্বন নিঃসারণ বেড়েছে। শীতলীকরণ যন্ত্র ব্যবহারের কারণে এখন যে কার্বন নিঃসারণ হচ্ছে, তা মোট নিঃসারণের প্রায় দুই-তৃতীয়াংশ। ২০৫০ সাল নাগাদ জনসংখ্যা বৃদ্ধি, অর্থনীতির আকার বৃদ্ধি এবং নগরায়ণের কারণে এমন এসি-ফ্রিজজাতীয় পণ্যের
চাহিদা আরও বাড়বে। ধারণা করা হচ্ছে, আগামী ২৫ বছরের মধ্যে এই কার্বন নিঃসারণ দ্বিগুণ হবে।

এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে ওই গবেষণায়। বলা হয়েছে, এই নির্দেশনা অনুসরণ করা সম্ভব হলে ২০৫০ সাল নাগাদ চাহিদা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে। এর মধ্যে রয়েছে শীতলীকরণ যন্ত্রে সঠিক অন্তরক ব্যবহার করা, যাতে যে এলাকা বা কক্ষের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে, সেখানে তাপ ঢুকতে বা বের না হতে পারে। বনায়ন বাড়ানো, জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের কথাও বলেছেন তাঁরা। জলবায়ু পরিবর্তনে প্রভাব ফেলবে না শীতলীকরণ যন্ত্রে এমন রেফ্রিজারেন্ট (একধরনের তরল, যা দিয়ে এসি-ফ্রিজ ঠান্ডা করার কার্যক্রমটি চলে) ব্যবহারের পরামর্শও দিয়েছেন গবেষকেরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণ খাতে ইতিমধ্যে বিশ্বের বিদ্যুতের এক-পঞ্চমাংশ খরচ হয় এবং ২০৫০ সাল নাগাদ উন্নয়নশীল বিশ্বের জন্য বিদ্যুতের চাহিদা দাঁড়াবে মোট চাহিদার ৮০ শতাংশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব, ফসল ও ভ্যাকসিনের মতো গুরুত্বপূর্ণ পণ্যগুলো নষ্ট হওয়া থেকে বাঁচাতে এসি-ফ্রিজের মতো শীতলীকরণ যন্ত্রের যে চাহিদা, তার মধ্যে একটি ভারসাম্য প্রয়োজন। 
এ প্রসঙ্গে আইএফসির ব্যবস্থাপনা পরিচালক মাখতার দিওপ বলেন, টেকসই শীতলীকরণ যে বাজার রয়েছে, সেটা প্রায় ৬০ হাজার কোটি ডলারের। বেসরকারি বাণিজ্য খাতে এই বাজার ধরতে পারে। এ থেকে অন্তত ৮ ট্রিলিয়ন ডলার মুনাফা করা সম্ভব উন্নয়নশীল দেশগুলো থেকে।

উন্নয়নশীল দেশগুলোর পরিস্থিতি তুলে ধরে ওই কর্মকর্তা আরও বলেন, এসব দেশে তাপমাত্রা বাড়ার কারণে ফ্রিজ-এসির মতো শীতলীকরণ যন্ত্রের চাহিদা বাড়ছে।

ইউএনইপির নির্বাহী পরিচালক ইঞ্জার অ্যান্ডারসেন বলেন, ‘বিশ্বজুড়ে তাপমাত্রার রেকর্ড ক্রমেই ভেঙে যাচ্ছে। স্বাস্থ্যকর খাবার এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ উভয়ের জন্যই শীতল রাখা অপরিহার্য। তবে আমাদের পৃথিবীকে আরও উত্তপ্ত করে না এমন সমাধানের মাধ্যমে শীতল করার চাহিদা পূরণ অবশ্যই এড়াতে হবে।’ 

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি