হোম > পরিবেশ

ঘূর্ণিঝড় অশনি লঘুচাপে রূপ নিয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবল ঘূর্ণিঝড় অশনি এখন লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে গত সোমবার থেকে সারা দেশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামীকাল শুক্রবারও সারা দেশে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় অশনি একেবারে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে কোনো সমস্যা হবে না। আমরা সমুদ্রবন্দরের হুঁশিয়ারি সংকেত উঠিয়ে নিয়েছি। এ ছাড়া আগামী দুই দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা আরও কমে আসতে পারে।’

আজ বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের অন্ধ্র উপকূলের কাছে পশ্চিম মধ্য-বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় অশনি পশ্চিম দিকে অগ্রসর হয়ে প্রথমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরে নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও লঘুচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্র উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার অশনির প্রভাবে ঢাকাসহ সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে। দুপুরের পরে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। এতে ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে।

জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষেরা এ বৃষ্টিতে বিপাকে পড়তে হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরাও। রামপুরা বনশ্রী এলাকার ভ্রাম্যমাণ পান সিগারেট বিক্রেতা আহমদ মিয়া বলেন, বৃষ্টি হলে মানুষজন রাস্তায় থাকে না। এতে বিক্রি অনেক কমে যায়। বৃষ্টির সময় দোকানের আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’