হোম > পরিবেশ

৩ বিভাগ ও ৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। আবহাওয়া অফিস বলছে, সারা দেশে আরও দুইদিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আর দেশের যে কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে। তবে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটে কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর এবং সিলেট বিভাগসহ টাঙ্গাইল, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ মোনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের বেশ কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আরও দুইদিন এটা অব্যাহত থাকবে। বিচ্ছিন্নভাবে কিছু বৃষ্টিপাতের রেকর্ড আছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, ভ্যাপসা গরম থাকবে আরও দুই-তিন দিন। আগামী ১৮ তারিখ বা তার পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। তখন তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে সামান্য বৃষ্টিপাত হয়েছে। এ সময় সিলেটে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় এ সময় কোনো বৃষ্টি হয়নি।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫