হোম > পরিবেশ

তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আগামী পাঁচ-ছয় দিন অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির সৃষ্টি হতে পারে। 

আজ রোববার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল শনিবার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, দেশে তাপপ্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পেয়েছে। এতে গরম যেমন বাড়ছে, তেমনি ঘাম হচ্ছে। 

এপ্রিলে এমন তীব্র তাপপ্রবাহ থাকলেও রাতে তাপমাত্রা কম ছিল। তবে গত সাত দিনে এমন ব্যতিক্রম অবস্থার কারণ হিসেবে এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিলে বাতাস প্রবাহের দিক ও মে মাসের শেষ দিকে বাতাস প্রবাহের দিকের পার্থক্য রয়েছে। সে সময়ে স্থলভাগের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে। তবে এখন সমুদ্র ভাগ থেকে বাতাস স্থলে প্রবাহিত হচ্ছে। স্থলভাগে এই প্রবাহ কম থাকায় জলীয় বাষ্পের আধিক্যও বৃদ্ধি পাচ্ছে। এতে স্থলভাগের রাতের তাপমাত্রাও বাড়ছে। 

এমন অবস্থা আরও তিন-চার দিন থাকতে পারে জানিয়ে গতকাল নাজমুল হক বলেছিলেন, সাধারণত এই সময়ে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এ মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। তখন সারা দেশে একযোগে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এখন কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও এতে তাপপ্রবাহের তেমন কোনো পার্থক্য আসবে না।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি