হোম > পরিবেশ

তাপপ্রবাহ আরও ৫-৬ দিন অব্যাহত থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের ওপর দিয়ে চলমান মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ আগামী পাঁচ-ছয় দিন অব্যাহত থাকতে পারে। এ সময় বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তির সৃষ্টি হতে পারে। 

আজ রোববার বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

গতকাল শনিবার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেছিলেন, দেশে তাপপ্রবাহের সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য বৃদ্ধি পেয়েছে। এতে গরম যেমন বাড়ছে, তেমনি ঘাম হচ্ছে। 

এপ্রিলে এমন তীব্র তাপপ্রবাহ থাকলেও রাতে তাপমাত্রা কম ছিল। তবে গত সাত দিনে এমন ব্যতিক্রম অবস্থার কারণ হিসেবে এই আবহাওয়াবিদ বলেন, এপ্রিলে বাতাস প্রবাহের দিক ও মে মাসের শেষ দিকে বাতাস প্রবাহের দিকের পার্থক্য রয়েছে। সে সময়ে স্থলভাগের ওপর দিয়ে বাতাস প্রবাহিত হয়েছে। তবে এখন সমুদ্র ভাগ থেকে বাতাস স্থলে প্রবাহিত হচ্ছে। স্থলভাগে এই প্রবাহ কম থাকায় জলীয় বাষ্পের আধিক্যও বৃদ্ধি পাচ্ছে। এতে স্থলভাগের রাতের তাপমাত্রাও বাড়ছে। 

এমন অবস্থা আরও তিন-চার দিন থাকতে পারে জানিয়ে গতকাল নাজমুল হক বলেছিলেন, সাধারণত এই সময়ে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এ মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। তখন সারা দেশে একযোগে বৃষ্টি হলে তাপমাত্রা কমবে। এখন কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও এতে তাপপ্রবাহের তেমন কোনো পার্থক্য আসবে না।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’