হোম > পরিবেশ

ইতিহাসের উষ্ণতম মাস ছিল জুলাই

পৃথিবীর ইতিহাসে উষ্ণতম মাস ছিল গত জুলাই। যুক্তরাষ্ট্রের একটি কেন্দ্রীয় সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ভূপৃষ্ঠ ও সমুদ্র মিলিয়ে বিংশ শতাব্দীর গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত জুলাইয়ে তা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।

গতকাল শনিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বের তাপমাত্রার হিসাব রাখা শুরু হয় ১৪২ বছর আগে। সেখান থেকে এ পর্যন্ত মাসিক সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গত মাসে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) এ হিসাব জানিয়েছে।

এর আগে ২০১৬ সালের জুলাই মাস ইতিহাসে সর্বোচ্চ উষ্ণ মাসের রেকর্ড গড়েছিল। পরবর্তী সময়ে ২০১৯ ও ২০২০ সালেও একই তাপমাত্রা রেকর্ড হয়, তবে এ বছরের জুলাই সেটিকেও ছাড়িয়ে গেল।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনজনিত দীর্ঘমেয়াদি প্রভাবের কারণেই এমনটি হচ্ছে। এনওএএ এক প্রতিবেদনে জানিয়েছে, জুলাইয়ের এ ধরনের উষ্ণতা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এনওএএ-র প্রশাসক রিক স্পিনরাড এক বিবৃতিতে বলেছেন, এ বিষয়ে প্রথম হওয়া মানে সবচেয়ে খারাপ ঘটনাই ঘটেছে। নতুন এ রেকর্ড বিশ্বে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিরক্তিকর ও বিঘ্ন সৃষ্টিকারী পথ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুলাইয়ে ভূ ও সমুদ্রপৃষ্ঠের সমন্বিত তাপমাত্রা ছিল ২০১৬ সালের রেকর্ডের চেয়ে ০.০১ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ সময় উত্তর গোলার্ধে ভূপৃষ্ঠের তাপমাত্রা অভূতপূর্ব গতিতে গড়ের চেয়ে ১ দশমিক ৫৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, যা ২০১২ সালের রেকর্ড ভেঙে দিয়েছে।

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ