চট্টগ্রামের রাউজানে একটি অজগর উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাহাড়তলি ইউনিয়নের উনসত্তর পাড়ার শাহাদুল্লাহ্ কাজীর বাড়ির পাশের কবরস্থান থেকে ৮ ফুট লম্বা ওই অজগরটি উদ্ধার করা হয়। পরে সাপটি রাউজানের গিরি ছায়া পর্যটন এলাকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, স্থানীয় কয়েকজন কবরস্থান পরিষ্কার করার সময় অজগরটি দেখতে পেয়ে এলাকার লোকজনকে খবর দেয়। পরে এলাকার লোকজন সাপটিকে উদ্ধার করেন। প্রায় ৮ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির ওজন প্রায় ১৪ কেজির কাছাকাছি হবে বলেও জানান স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য হাজি আমির হোসেন জানান, এলাকার লোকজন দেখতে পেয়ে একটি অজগর সাপ উদ্ধার করেছেন বলে জানতে পারি। পরে সাপটি রাউজানের গিরি ছায়া পর্যটন এলাকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সেখানে দর্শনার্থীদের জন্য অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।