হোম > পরিবেশ

ঢাবির টিএসসিতে দৃষ্টিনন্দন বোতল ঝুড়ি

প্রতিনিধি

ঢাবি: জাস্টবিন ব্যবহারে উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বসানো হয়েছে বোতল ঝুড়ি। লোহার রড দিয়ে বানানো এসব বোতল আকৃতির রঙিন ঝুড়িতে ফেলা যাবে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা।

গত বুধবার (১৬ জুন) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে এসব ঝুড়ি বসানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাওসিফুল ইসলাম বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। জলাবদ্ধতা ও যেখানে সেখানে ময়লা-আবর্জনা ফেলার যে সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে তা এই অভিনব উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও কমবে বলে আশা করি।

এ বিষয়ে জানতে চাইলে ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আসাদুজ্জামান আসাদ বলেন, জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমার ওয়ার্ডের যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি হয়এবং মানুষ বোতল, প্লাস্টিক ফেলে জলাবদ্ধতা সৃষ্টি করেন সেসব জায়গায় আমরা এ বোতল আকৃতির লোহার ঝুড়ি বসাবো। এরই ধারাবাহিকতায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রথম বসিয়েছি। এ ধারা এখনো চলমান। আমরা আশা করছি, মানুষ এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে ঢাকা শহরকে জলাবদ্ধতা মুক্ত করতে সহযোগিতা করবে।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ