হোম > পরিবেশ

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির এক মৃত কচ্ছপ। আজ মঙ্গলবার সকালে পর্যটন পার্কসংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা ব্লু-গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। 

স্থানীয়রা জানান, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। ব্লু-গার্ডের সদস্যরা কচ্ছপটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন । তবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদেরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ব্লু-গার্ড কর্মীদের সহায়তায় এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি একটি পুরুষ কচ্ছপ। এক দিন আগেও একটি মা কচ্ছপ মৃত এল। গত এক মাসে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি উদ্বেগজনক।  

এ বিষয়ে ইউএস ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে কচ্ছপটি ভেসে এসেছে, তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে।

উল্লেখ্য, এ বছর সৈকতে মোট আটটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি