হোম > পরিবেশ

কুয়াকাটা সৈকতে বিরল প্রজাতির মৃত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির এক মৃত কচ্ছপ। আজ মঙ্গলবার সকালে পর্যটন পার্কসংলগ্ন সৈকতে কচ্ছপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা ব্লু-গার্ড ও ডলফিন রক্ষা কমিটির সদস্যদের খবর দেন। 

স্থানীয়রা জানান, কচ্ছপটির ওজন ৩০ থেকে ৩৫ কেজি। জেলেদের জালের আঘাতে এক সপ্তাহ আগে এটি মারা যেতে পারে। ব্লু-গার্ডের সদস্যরা কচ্ছপটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করেন । তবে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসায় উদ্বিগ্ন পরিবেশবিদেরা।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। ব্লু-গার্ড কর্মীদের সহায়তায় এটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।’

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি একটি পুরুষ কচ্ছপ। এক দিন আগেও একটি মা কচ্ছপ মৃত এল। গত এক মাসে একের পর এক মৃত কচ্ছপ ভেসে আসার বিষয়টি উদ্বেগজনক।  

এ বিষয়ে ইউএস ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জানান, আজকে যে কচ্ছপটি ভেসে এসেছে, তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, জেলেদের অসচেতনতা এবং সমুদ্রের পরিবেশ নষ্টের ফলেই এসব কচ্ছপের মৃত্যু হচ্ছে।

উল্লেখ্য, এ বছর সৈকতে মোট আটটি মৃত কচ্ছপ ভেসে এসেছে।

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি