হোম > পরিবেশ

পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

জব্দ করা পলিথিন ব্যাগ। ছবি: বাসস

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের ঘোষণা অনুযায়ী আজ রোববার সারা দেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানার বিরুদ্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে একটি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা জানানো হয়। এতে বলা হয়, নিষিদ্ধ পলিথিন মজুত ও বাজারজাত করায় দায়ে ১৩টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ২৬টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া একটি ট্রাক এবং প্রায় ৭৪৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অপর দিকে, বাংলাদেশ সচিবালয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় সভায় পরিবেশ উপদেষ্টা জানান, অবৈধ ব্যাটারি ভাঙা ও সিসা গলানো কারখানার বিরুদ্ধেও দ্রুত অভিযান শুরু হব। তিনি আরও বলেন, প্রকৃতি রক্ষায় সব ধরনের দূষণ রোধে সরকার ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করবে।

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা