হোম > পরিবেশ

সাফারি পার্কে এবার মারা গেল বিরল প্রজাতির লেমুর

গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘ, সিংহ আর জেব্রার মৃত্যুর পর এবার বিরল প্রজাতির বন্যপ্রাণী লেমুরের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে একটি লেমুরের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম। 

তবে সাফারি পার্কের দায়িত্বে থাকা বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম পার্কের স্বাভাবিক পরিবেশ ঠিক রাখতে সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন। 

নাম না প্রকাশ করার শর্তে পার্কের এক কর্মকর্তা আজকের পত্রিকা জানান, শুক্রবার বিকেলে পার্কে একটি লেমুর মারা যায়। এরপর প্রাণীটির ময়নাতদন্তের পর মাটিচাপা দেয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুরোধে মৃত্যুর কারণটি গোপন রাখার কথা বলে সবাইকে। 

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম এ বিষয়ে তেমন কোনো কথা বলতে রাজি হননি। সংবাদ পরিবেশ না করার অনুরোধ করেন তিনি। 

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম বলেন, পার্কে একটি লেমুর মারা গেছে। প্রাণীটি কী কারণে মারা গেছে, সে বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান তিনি। 

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ আগস্ট হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়। লেমুরটি ফুটফুটে দুটি শাবক প্রসব করেছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে তিনটি লেমুর রয়েছে। ভিনদেশের এই প্রাণী অনেকটা বানর ও হনুমানের মতো দেখতে। লেমুর অর্থ ভূতসদৃশ। অন্ধকারে এর মুখে আলো পড়লে ভূতের মতো দেখা যায় বলে লেমুর নামকরণ করা হয়েছে। 

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ