বাংলাদেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরেই দেশের বেশ কিছু অঞ্চলে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে ভারী বর্ষণ। আজও সারা দেশেই বৃষ্টির সম্ভাবনাসহ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সতর্কবার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এ দিন সারা দেশের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।