নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আজ ঢাকায় বৃষ্টি কম হবে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ঈদের দিন পর্যন্ত ঢাকাসহ সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ আফতাব উদ্দিন আজকের পত্রিকা কে জানিয়েছেন, আজকে সন্ধ্যা পর্যন্ত ঢাকায় বৃষ্টি কম হবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী বাড়তে পারে। আজ দুপুর ২ টার সময় ঢাকার তাপমাত্রা ছিল ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে "পশ্চিমা লঘুচাপ" বৃহস্পতিবার আরো বাড়তে পারে। তাই দেশের প্রতিটি বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।