হোম > পরিবেশ

ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: ফেসবুক থেকে নেওয়া

শিক্ষা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এ বছরও আয়োজন হতে যাচ্ছে ‘এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ-২০২৫’। এই প্রকল্পের আওতায় সৃজনশীল বিভিন্ন প্রকল্পকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড সাংহো চুন জানিয়েছেন, ‘100 Days of Miracles’ থিমের আওতায় এবারের কর্মসূচিতে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) তিনটি গুরুত্বপূর্ণ খাত দারিদ্র্য বিমোচন, মানসম্মত শিক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

জেরাল্ড সাংহো চুন বলেন, বাংলাদেশের স্থানীয় পর্যায়ে সামাজিক ও প্রাকৃতিক সমস্যার টেকসই সমাধানে কার্যকরী ভূমিকা রাখতে পারে—এমন মানবিক ও উদ্ভাবনী প্রকল্প বিস্তৃতির লক্ষ্যে এলজি ইলেকট্রনিকস বাংলাদেশ প্রতিবছরের মতো এবারও অ্যাম্বাসেডর চ্যালেঞ্জ আয়োজন করছে।

চুন আরও বলেন, সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিটি এলাকায় ছড়িয়ে আছে এমন অনেক সৎ ও পরোপকারী মানুষ, যারা নানা রকম সামাজিক ও প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সদা প্রস্তুত। তবে পর্যাপ্ত অর্থায়নের অভাবে অনেক সময় সেই মহৎ উদ্যোগগুলো বাস্তবায়ন সম্ভব হয় না।

এলজি বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জানান, এই খাতের আওতায় প্রস্তাবিত প্রকল্প এলজি বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফর্মের মাধ্যমে জমা দেওয়ার জন্য আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হচ্ছে। সেরা প্রকল্প এলজি বাংলাদেশের পক্ষ থেকে আর্থিক ও কারিগরি সহায়তা পাবে।

আগ্রহীরা ১০ মে ২০২৫ পর্যন্ত এলজি গ্লোবাল (LG Global) ফেসবুক পেজে প্রকাশিত গুগল ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি