চট্টগ্রামের রাউজানে লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সাপটিকে ডাবুয়া ইউনিয়নের বনে অবমুক্ত করে বন বিভাগ।
এর আগে ওই ইউনিয়নের নাথপাড়ার সুমননাথের বাড়ি থেকে অজগরটিকে উদ্ধার করা হয়।
ওই এলাকার মো. সাজ্জাদ হোসেন জানান, অজগরটি দেখে তাৎক্ষণিক বন বিভাগের কর্মকর্তাকে বিষয়টি মুঠোফোনে জানানো হয়। পরে বন্যপ্রাণী সংরক্ষণ টিম এসে ওই বাড়ি থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়।
রাউজান ফরেস্ট স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা জানান, অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছারের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়েছে।
বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার বলেন, ‘উদ্ধার করা অজগরটি পুনরায় বনে অবমুক্ত করেছি। অজগরটির দৈর্ঘ্য ১২ ফুট, ওজন প্রায় ২০ কেজি। বনাঞ্চল উজাড় হওয়ায় খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে নেমে এসেছে। যেসব বাড়িতে হাঁস-মুরগি আছে, গন্ধ শুকে অজগর সেই সব বাড়িতে ঢুকে পড়ে।’