স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন বা কপ-২৬ সম্মেলনে যোগ দিতে রাতেই নেতারা সেখানে যাচ্ছেন। এদিকে সবাইকে স্বাগত জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন।
নিকোলা স্টার্জন বলেছেন, 'আলোচনার শীর্ষ টেবিলে' না থাকা সত্ত্বেও জলবায়ু সম্মেলনকে সফল করতে সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
বিশ্ব নেতাদের স্বাগত জানিয়ে স্টার্জন বলেছেন, এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হতে পারে কপ-২৬।
স্টার্জন বলেন, সব বিশ্ব নেতারা এক রুমে থাকবে, সেখানে বিপর্যয়কর তাপমাত্রা বৃদ্ধি রোধে প্রয়োজনীয় পদক্ষেপে সম্মত হতে হবে তাদের। যখন তাঁরা গ্লাসগো ছেড়ে যাবে তখন অবশ্যই মানবতার ভবিষ্যতের জন্য আশার বার্তা নিয়ে দেশে ফিরবে।