হোম > পরিবেশ

মোল্লাহাটে ৭ শতাধিক শালিক ফিরে পেল নতুন জীবন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করে ৭ শতাধিক শালিক অবমুক্ত করেছে মোল্লাহাট থানা-পুলিশ। আজ রোববার দুপুরে মোল্লাহাট থানা চত্বরে দুই শ ও উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে পাঁচ শতাধিক শালিক অবমুক্ত করা হয়। 

এর আগে গভীর রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা-পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে ৭ শতাধিক শালিক উদ্ধার করেন থানার ওসি সোমেন দাশসহ সঙ্গীয় ফোর্স। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি/ব্যবসায়ী পালিয়ে যান। 

এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে ৭ শতাধিক শালিকসহ শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি/ব্যবসায়ীরা পালিয়ে যান। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানার ওসি সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ থানা-পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

ঢাকায় আজ আরও কমেছে তাপমাত্রা

খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন, দুর্লভ জীববৈচিত্র্য বিলুপ্তির শঙ্কা