পৌষের শুরুতে হার কাঁপানো শীত না নামলেও প্রতিদিনই তাপমাত্রা কমতে শুরু করেছে। আগামী তিন দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় মাঝারি শৈত্য প্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আগামী শনিবারেও সারা দেশে তাপমাত্রা কমবে। প্রত্যেক দিন কমতে কমতে ডিসেম্বরের বিশ তারিখের পরে তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর ও বদলগাজীর মতো এলাকাগুলোতে মাঝারি শৈত্য প্রবাহ পড়বে বলে আজকের পত্রিকা জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।
আজ শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি। শনিবার ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৫ মিনিটে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল শতকরা ৫৫ ভাগ।