হোম > পরিবেশ

৪০ বছরে দেড় লাখ প্রাণ কেড়ে নিয়েছে বৈরী আবহাওয়া

তাপপ্রবাহ, বন্যাসহ নানা বৈরী আবহাওয়ার কারণে গত ৪০ বছরে শুধু ইউরোপেই ১ লাখ ৪২ হাজার মানুষের প্রাণ গেছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। এই সময়ে ব্যয় হয়েছে অন্তত ৫১০ বিলিয়ন ইউরো। গতকাল বুধবার প্রকাশিত ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮০ থেকে ২০২০ সাল পর্যন্ত হওয়া আর্থিক ক্ষতির প্রায় ৬০ শতাংশ ঘটেছে চরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে। আর তাপপ্রবাহের কারণে মারা গেছে ৯১ শতাংশ মানুষ। ওই গবেষণায় আরও বলা হয়েছে, ২০০৩ সালের গ্রীষ্মকালীন তাপপ্রবাহের কারণে মারা গেছে ৮০ হাজার মানুষ।

তবে ২০০৩ সালের পর তাপপ্রবাহজনিত মৃত্যু কমেছে বলে জানিয়েছে ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘যেহেতু বিভিন্ন দেশ ও ব্যক্তি তাপমাত্রা রোধে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে (যেমন এয়ারকন্ডিশন স্থাপন), ফলে তাপপ্রবাহজনিত মৃত্যু কমেছে। ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সির পরিবেশ বিশেষজ্ঞ উটার ভ্যানেয়ুভ্যালি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আবহাওয়া ও জলবায়ুর কারণে আমরা যেসব বিপদের কথা বলি, তার পেছনে জলবায়ু পরিস্থিত দায়ী।’

ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটি বৈরী আবহাওয়ার কারণে গত চার দশকে ১০ কোটি ৭০ লাখ ডলার খুইয়েছে এবং প্রাণ গেছে অন্তত ৪২ হাজার মানুষের।

এর পরে রয়েছে ফ্রান্স ও ইতালি। ফ্রান্সে মারা গেছে ২৬ হাজার ৭০০ মানুষ এবং ইতালিতে ২১ হাজার ৬০০।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি