হোম > পরিবেশ

বিশ্বে সবচেয়ে বেশি বায়ুদূষণ বাংলাদেশে

২০২১ সালে বিশ্বজুড়ে বায়ুদূষণ অস্বাস্থ্যকর মাত্রায় বেড়েছে। আর এই দূষণের মাত্রা বিচারে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

আইকিউএয়ারের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালে বিশ্বের ১১৭টি দেশের মধ্যে সবচেয়ে দূষিত বায়ু ছিল বাংলাদেশের। বিশ্বের ৬ হাজার ৪৭৫টি শহরের বায়ুমানের তথ্য বিশ্লেষণ করে এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে একটি দেশও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রত্যাশিত বায়ুমান বজায় রাখতে পারেনি। 

ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান নির্দেশিকা অনুযায়ী, বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম ২ দশমিক ৫-এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৫ মাইক্রোগ্রামের বেশি হলেই ওই বাতাসকে আর স্বাস্থ্যকর বলা যাবে না। এ বস্তুকণার অল্প ঘনত্বও স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। 

আইকিউএয়ারের প্রতিবেদন বলছে, সমীক্ষার ৬ হাজার ৪৭৫টি শহরের মধ্যে মাত্র ৩ দশমিক ৪ শতাংশ শহরের বাতাসে ডব্লিউএইচও প্রত্যাশিত বায়ুমান পাওয়া গেছে। আর প্রায় ১০০টি শহরে পিএম ২ দশমিক ৫-এর মাত্রা ছিল ওই গ্রহণযোগ্য মাত্রার ১০ গুণ বেশি। 

বাংলাদেশের বাতাসে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ছিল ৭৬ দশমিক ৯ মাইক্রোগ্রাম, সমীক্ষার আওতাধীন ১১৭টি দেশ ও অঞ্চলের মধ্যে যা সর্বোচ্চ। এই হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বে বাংলাদেশের বাতাস ছিল সবচেয়ে দূষিত। 

সাতটি দেশে এই পরিমাণ ছিল ৫০ মাইক্রোগ্রামের বেশি, যার মধ্যে পাকিস্তান তালিকার তৃতীয়, আর তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে ভারত। 

এদিকে সবচেয়ে দূষিত দেশের পাশাপাশি দূষিত শহর ও রাজধানীর তালিকাও প্রকাশ করেছে আইকিউএয়ার। এই তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান দ্বিতীয়, যেখানে পিএম ২ দশমিক ৫-এর গড় পরিমাণ ৭৮ দশমিক ১ মাইক্রোগ্রাম। দূষিত রাজধানীর তালিকায় শীর্ষে ভারতের দিল্লি। 

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালে মধ্য ও দক্ষিণ এশিয়ায় বায়ুর মান সবচেয়ে খারাপ ছিল। বিশ্বের ৫০টি দূষিত শহরের মধ্যে ৪৬টিই এই অঞ্চলের। 

আইকিউএয়ার ২০১৮ সাল থেকে বায়ুমান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আসছে। প্রতিবারই বায়ুদূষণে আক্রান্ত দেশের তালিকার প্রথম দিকেই থাকছে বাংলাদেশ। 

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫