হোম > পরিবেশ

জেলের জালে ধরা পড়ল কুমির, উপমন্ত্রীর ফোনের পর অবমুক্ত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে এক জেলের জালে ধরা পড়েছে একটি কুমির। আজ শুক্রবার দুপুরে উপজেলা ভাগা বাজার সংলগ্ন বগুড়ার খালে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এ কুমিরটি। পরে কুমিরটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, বাগেরহাটের রামপাল উপজেলার সদর ইউনিয়নের ভাগা বাজার সংলগ্ন বগুড়া খালে শুক্রবার দুপুরের দিকে খেপলা জাল দিয়ে মাছ ধরছিল আজিজুর (৪০) নামের স্থানীয় এক জেলে। এ সময় ওই জেলের জালে কুমিরটি ধরা পড়ে। জালে কুমির দেখে আজিজুর ভয়ে আতঙ্কে চিৎকার করে। পরে আশপাশের লোকজন এসে কুমিরটিকে জাল থেকে ছাড়িয়ে ছালার বস্তা দিয়ে আটকে রাখে। পরে স্থানীয়রা বিষয়টি ফোন করে স্থানীয় (রামপাল-মোংলা) সাংসদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহারকে জানান। পরে তাঁর নির্দেশে ঘটনাস্থল থেকে কুমিরটি উদ্ধার করে রাতে সুন্দরবনের করমজলের খালে অবমুক্ত করেন। 

বন কর্মকর্তা আজাদ কবির বলেন, ৪ ফুট লম্বা কুমিরটির বয়স হবে ৭ থেকে ৮ বছর, আর ওজনও প্রায় ৭ থেকে ৮ কেজি। এটি বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমির।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি