হোম > পরিবেশ

জলবায়ু পরিবর্তন: চলতি বছর কার্বন নিঃসরণ বাড়ার শঙ্কা

করোনার কারণে গত বছর জলবায়ু কিছুটা স্বস্তিতে ছিল। কার্বনসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমে যাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বাড়ার শঙ্কা ছিল না বললেই চলে। রাস্তায় গাড়ি কম, কারখানায় নেই উৎপাদন আর মানুষের ভোগ্যপণ্যের জোগানও তেমন বেশি দেখা যায়নি। 
 
কিন্তু চলতি বছর সেই চিত্রটা পাল্টে গেছে। অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে উঠেপড়ে লেগেছে বিশ্বের ধনী দেশগুলো। রাস্তায় বেড়েছে গাড়ি আর মানুষ, কারখানায় উৎপাদন এখন আগের চেয়ে কয়েকগুণ। এরই প্রভাব পড়তে শুরু করেছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণেও। ক্লাইমেট ট্রান্সপারেন্সির একটি প্রতিবেদন বলছে, চলতি বছর বিশ্বের ২০ ধনী দেশ থেকে কার্বন নিঃসরণ ৪ শতাংশ বেড়ে যাবে। গত বছর জি২০ জোটের এ সদস্য দেশগুলো ৬ শতাংশ কম কার্বন নিঃসরণ করেছিল। 
 
বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায়, এখন বিশ্বে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয় এর ৭৫ শতাংশ আসে এসব ধনী দেশ থেকে। আর এর অন্যতম কারণ চীনের কয়লা (৬০ শতাংশ) ব্যবহার। বছর শেষে এর ব্যবহার ৫ শতাংশ বেড়ে যেতে পারে। চীন, ভারত আর আর্জেন্টিনা ২০১৯ সালের নিঃসরণকেও ছাড়িয়ে যাবে। আর যুক্তরাষ্ট্রতো এ তালিকায় আছেই। 
 
জলবায়ু নিয়ে ব্রিটেনের গ্ল্যাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া কপ ২৬ সম্মেলনের আর কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে কার্বনের এ চিত্র দেখিয়েছে ক্লাইমেট ট্রান্সপারেন্সি। ফলে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সর্বশেষ শিল্প বিপ্লবের পর থেকে তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। সম্মেলনে তাই কার্যকর পদক্ষেপ নিতে হবে ধনী দেশগুলোকেই। 

বিবিসি বলছে, বিজ্ঞানীরা মনে করেন, শিল্প বিপ্লব শুরুর আগে বিশ্বের যে তাপমাত্রা ছিল তার থেকে বৃদ্ধির মাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা গেলে বড় ধরনের বিপদ এড়ানো যাবে। তা না পারলে বিপজ্জনক হয়ে পড়বে প্রকৃতি, পরিবেশ এবং মানুষের জীবন।  

ঢাকার বাতাসে বেড়েছে দূষণ, বিপজ্জনক অবস্থায় কায়রো

ঢাকায় শীত আরও বেড়েছে

পঞ্চগড়ে বিরল প্রজাতির সজারু উদ্ধার

ঢাকায় সকালে তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস

শীতের দাপট আজও থাকবে, পড়বে ঘন কুয়াশা

আজ শীত আরও বাড়বে, কাটছে না কুয়াশার চাদর

শীতে কাঁপছে সারা দেশ, রাতে তাপমাত্রা আরও কমবে

ঢাকায় শীত আরও বেড়েছে, পড়বে ঘন কুয়াশা

শীতে বিপর্যস্ত জনজীবন, কুয়াশায় ব্যাহত চলাচল

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা