হোম > পরিবেশ

‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’

সিলেট প্রতিনিধি

খনার বচনে আছে ‘বর্ষে যদি মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ’। বহুকাল ধরে এই বচনে মানুষ বিশ্বাস করে আসছে, মাঘের শেষে বৃষ্টি দেশে সুশাসনের লক্ষণ। এমনটি প্রতিফলিত হয়েছে যুগ-যুগ ধরে। 

আজ বাংলায় ২১ মাঘ, শুক্রবার। মাঘ মাস প্রায় শেষ হওয়ার পথে। তাই বয়োবৃদ্ধরা মাঘ মাসে এই বৃষ্টিপাতকে ভালো লক্ষণ হিসেবেই দেখছেন। 

একই সঙ্গে এই সময়টাকে ধরে ‘মাঘে মেঘে দেখা’ বলেও একটা প্রবাদ চালু আছে বাংলায়। এ মাসে বৃষ্টি হলে শস্য উৎপাদনের জন্য সেটি সুফল বয়ে আনে। জমির ফসল উৎপাদনের জন্য এই বৃষ্টিকে খুবই প্রয়োজনীয় মনে করেন কৃষি নির্ভর মানুষ। এখন বোরো ধানের বীজ বপনের সময়। তাই এ সময়ে বৃষ্টি শহরবাসীর জনজীবনে বিপত্তি ঘটালেও কৃষকের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। 

এদিকে শুক্রবার সিলেটে দিনভর ঝোড়ো হাওয়াসহ বৃষ্টিপাতের আভাস দিয়েছিল সিলেট আবহাওয়া অধিদপ্তর। সেই আভাস অনুযায়ী সকাল থেকেই সিলেটের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে বাড়ছিল হাওয়ার গতিবেগ। বিকেল চারটা থেকে শুরু হয় বৃষ্টি। একপশলা বৃষ্টির পর রাতভর থেমে থেমে চলে বৃষ্টি। 

মাঘের এই বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হলেও বৃষ্টিতে বিপাকে পড়েছেন অনেকে। বৃষ্টিতে নগরীর অনেক সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হওয়া মানুষগুলোকে ফিরতে হয়েছে ভেজা কাপড়ে। 

নগরীর আম্বরখানা এলাকার ষাটোর্ধ্ব আলী হোসেন বলেন, ‘আমাদের বাপ দাদা বলে গেছেন, মাঘে মেঘে দেখা হওয়া ভালো লক্ষণ। আমরাও সেটা বিশ্বাস করি। এখনকার প্রজন্মতো এসব বিশ্বাস করে না।’ 

জেঁকে বসেছে শীত, বছরের শেষ দিন পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

ফের বায়ুদূষণে বিপর্যস্ত দিল্লি, ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর

তাপমাত্রা কমবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো