সার্কাসে বন্যপ্রাণীর ব্যবহার নিষিদ্ধ করল ফ্রান্স। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি আইন ফ্রান্সের পার্লামেন্টে পাস হয়।
এই আইনের অধীনে বন্য প্রাণীদের ব্যবহার দুই বছরের মধ্যে নিষিদ্ধ করা হবে। আর সাত বছরের মধ্যে এ সব বন্যপ্রাণীদের মালিকানা নিষিদ্ধ করা হবে।
নতুন এই আইন সর্বোচ্চ পাঁচ বছরের জেল এবং ৭৫ হাজার ইউরো জরিমানার শাস্তি রাখা রয়েছে। এ ছাড়া পোষা প্রাণী বিক্রির ওপর বিধিনিষেধ আরোপ করবে ফ্রান্স।
এই আইনটিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ স্বাক্ষর করলে ফ্রান্সে আগামী পাঁচ বছরের মধ্যে ডলফিন প্রদর্শনীগুলো বন্ধ হয়ে যাবে। এতে এই সংশ্লিষ্ট ব্যক্তিরা বিপাকে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকেরা।
এই আইনকে পশু অধিকার আদায়ের যুদ্ধে একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেছেন মাখোঁর দল রিপাবলিক অন দ্য মুভ।
এই আইনের বিরোধিতা করেছে সার্কাস সংশ্লিষ্টরা। তবে কিছু পরিবেশবাদীরা বলছেন, এই আইনই বন্যপ্রাণীদের অধিকার রক্ষার জন্য যথেষ্ট নয়।