হোম > পরিবেশ

সাগরে নিম্নচাপের আভাস, শুক্রবার ঝরতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে যাচ্ছে এমন আভাস দিয়ে গতকাল মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী শুক্রবার দেশে বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রাও তখন কমে আসবে।

এদিকে দেশের চার জেলায় বয়ে যাচ্ছে প্রচণ্ড দাবদাহ। অন্য জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিরাজ করছে। এ অবস্থা আরও দুই দিন অপরিবর্তিত থাকতে পারে। গতকাল রাতে অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ১২ মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কমে আসতে পারে।

ঘূর্ণিঝড়ের বিষয়ে এই আবহাওয়াবিদ বলেন, সাগরে যে লঘুচাপটি স্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, সেটি মঙ্গলবার রাতের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার কথা। এরপর গভীর নিম্নচাপ। পরের ধাপ হচ্ছে ঘূর্ণিঝড়। ফলে এটা আঘাত হানার বিষয়ে এখনো কিছু বলার সময় আসেনি।

গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপালগঞ্জে গতকাল সর্বোচ্চ ১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় ঢাকাসহ দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল নওগাঁর বদলগাছীতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ