হোম > পরিবেশ

পথ হারিয়ে লোকালয়ে লজ্জাবতী বানর

প্রতিনিধি, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) 

উপজেলার পদুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা পার্ক থেকে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকালে বনবিভাগ দুধ পুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে বানরটিকে ছেড়ে দেয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা পার্কের কর্মচারীরা বানরটিকে লোকালয়ে দেখতে পান। তাঁরা প্রাণীটিকে উদ্ধার করেন। পরে পার্কের চেয়ারম্যান এরশাদ মাহমুদ সেটিকে খাবার দেন। বন বিভাগকে খবর দিলে তাঁরা শনিবার বিকালের দিকে দুধপুকুরিয়া ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।

এ বিষয়ে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত বানরটি দেখতে বড় আকারের বিড়ালের মতো। এটি দুধপুকুরিয়ার অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামটি পাহাড় বেষ্টিত। প্রায় সময় সেখানে বানর, অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণী ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে লোকালয়ে চলে এসেছিল।

আশরাফুল ইসলাম আরও বলেন, লজ্জাবতী বানরকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) ২০২০ সালের তালিকায় সংকটাপন্ন (রেড লিস্ট) প্রজাতি হিসেবে দেখানো হয়েছে। এটি বেঙ্গল স্লো লরিস নামে পরিচিত। এই বানর বাংলাদেশের বন্যপ্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী। লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। এরা নিশাচর। এই বানর দিনের বেলায় গাছের উঁচু ডালে নিজেদের আড়াল করে উল্টো হয়ে ঝুলে থাকে। লজ্জাবতী বানর কচি পাতা, পোকামাকড়, পাখির ডিম খেয়ে থাকে।

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত