হোম > পরিবেশ

চা বাগান থেকে গ্রিন পিট ভাইপার উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

চা বাগানে একটি ফুলগাছে বিষধর সবুজ পিট ভাইপার নামের একটি সাপ পাওয়া গিয়েছে। আজ সোমবার বিকেলে মৌলভীবাজার শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানে সাপটিকে দেখা যায়। চা বাগান থেকে উদ্ধার করে সাপটিকে সংরক্ষণ করে রাখা হয়েছে।

জানা যায়, চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানে কাজ করছিলেন মালি। এমন সময় বাগানের ফুলগাছে তিনি সাপটিকে ঝুলে থাকতে দেখেন। আতঙ্কিত মালি তখন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে মুঠোফোনে যোগাযোগ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন। এরপর অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। 

ফাউন্ডেশনের পরিচালক সজল দেব স্বপন বলেন, এই সাপটি বাংলাদেশের দু-চার ধরনের বিষধর সাপের মধ্যে অন্যতম। এই সাপ মানুষের মুখে মাথায় এবং গায়ে দংশন করে। সাপটি একটি কাঠবিড়ালি খেয়ে নড়াচড়া করতে পারছিল না, পরে বমি করে বের করে দিয়েছে। 

তিনি আরও জানান, সবুজ বোড়া বা গ্রিন ভাইপার সাপকে স্থানীয়ভাবে গাল টাউয়া সাপও বলে। এর মাথার অংশ মোটা বলে এই নামকরণ। এই জাতের মোট ছয়টি প্রজাতি বাংলাদেশে দেখা যায়। এই সাপ সাধারণত সুন্দরবন এবং পাহাড়ি এলাকার জঙ্গলে দেখা যায়। সবুজের মধ্যে মিশে থাকে তাই মাঝে মাঝে চা বাগান এলাকায় দেখা যায়। 

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

ঢাকায় আজ আরও কমেছে তাপমাত্রা