হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ রূপ নিচ্ছে গভীর নিম্নচাপে

উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে সৃষ্ট নিম্নচাপ কেন্দ্রীভূত ও ঘনীভূত হয়ে ‘গভীর নিম্নচাপে’ রূপ নিতে পারে। এটি আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যেই বাংলাদেশের উপকূল অতিক্রম করার কথা।

ভারতের অন্ধ্রপ্রদেশে অবস্থিত ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-এশীয় সংবাদ সংস্থা এএনআই।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র থেকে জানানো হয়েছে, নিম্নচাপটি আজ সন্ধ্যায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া হয়ে বাংলাদেশ অতিক্রম করবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে। 

অমরাবতী আবহাওয়া অধিদপ্তরের পরিচালক স্যামুয়েল স্টেলা বলেন, গতকাল উত্তর বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের লঘুচাপটি এখন নিম্নচাপে রূপ নিয়েছে। আজ সন্ধ্যা ৬টার দিকে এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ২০ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯১ দশমিক ৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছে ঘনীভূত হচ্ছে। নিম্নচাপটি বাংলাদেশের খেপুপাড়া থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ও পশ্চিমবঙ্গের দিঘার ৪৩০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে অবস্থান করছে। 

স্যামুয়েল স্টেলা বলেন, এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে আসতে পারে। আজ সন্ধ্যায় এটি বাংলাদেশের উপকূলের কাছে খেপুপাড়া অতিক্রম করার কথা। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পশ্চিম-উত্তর পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হবে।

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ