পটুয়াখালীর কলাপাড়ায় একটি খ্যাঁকশিয়াল উদ্ধার করে বনে অবমুক্ত করেছে ‘অ্যানিমেল লাভার অফ কলাপাড়া’ শাখার সদস্যরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টায় উপজেলা বন কর্মকর্তার নির্দেশে উপজেলার রজপাড়া এলাকার নদী সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়। এর আগে সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচ থেকে এ শিয়ালটি উদ্ধার করেন তারা।
অ্যানিমেল লাভার অফ কলাপাড়া সংগঠনের সদস্যরা জানান, সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচে এ প্রাণীটি বিক্রি করা হচ্ছিল। আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা বিক্রেতা দুজনই দৌড়ে পালিয়ে যায়। পরে শিয়ালটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়।
উপজেলা বন কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘গোপন সংবাদে ভিত্তিতে জানতে পারি একটি বাচ্চা শিয়াল বিক্রি করা হচ্ছে। তাৎক্ষণিক অ্যানিমেল লাভার কলাপাড়া শাখার সদস্যদের মাধ্যমে এটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেছি। এর আগেও অনেকটি প্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।’