হোম > পরিবেশ

বনশিল্প উন্নয়ন করপোরেশন পরিদর্শনে উপদেষ্টা রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মাঠ পর্যায়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন কালুরঘাট কমপ্লেক্স ও ইকোভ্যালি সরেজমিনে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গত শুক্রবার একটি প্রতিনিধি দলের সঙ্গে তিনি বিএফআইডিসি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন—বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট এর প্রফেসর ড. মো. আকতার হোসেন, মাহফুজ এ রাসেল, ফাউন্ডার এবং পরিচালক, পিটাছড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, ড. মো. মাহবুবুর রহমান, মুখ্য গবেষণা কর্মকর্তা (বনজ সম্পদ উইং), বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম, মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় কর্মকর্তা, কাষ্ঠ সংরক্ষণ বিভাগ, বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, মোছাম্মৎ নাছিমা আখতার, মহাব্যবস্থাপক (রাবার), সদর দপ্তর, ঢাকা, এ. এ. এম শাহজাহান সরকার, মহাব্যবস্থাপক, রাবার বিভাগ, জোন দপ্তর, চট্টগ্রাম, চট্টগ্রামের শিল্প ইউনিট সমূহের প্রধানগণ এবং বিএফআইডিসির অন্যান্য কর্মকর্তাগণ।

পরিদর্শন শেষে বেলা ২টার দিকে রাবার বিভাগ চট্টগ্রাম জোনের চেয়ারম্যানের (অতিরিক্ত সচিব) সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষজ্ঞগণ বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করেন। এর প্রেক্ষিতে অবিলম্বে বাঁশ দিয়ে সীমিত আকারে আসবাবপত্র তৈরির লক্ষ্যে বিএফআরআই, বিএফআইডিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে একটি সমঝোতা স্মারকের সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়া দীর্ঘ মেয়াদে বাঁশ থেকে আসবাবপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। একই সঙ্গে পরিবেশবান্ধব গৃহস্থালি তৈজসপত্র তৈরির লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করার জন্যও একটি কমিটি গঠন করা হয়।

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫