হোম > পরিবেশ

৭ জেলায় তাপপ্রবাহ, ৩ বিভাগে হতে পারে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সূর্যের তেজ যেন দিন দিন বাড়ছে। চৈত্রের ঘাম ঝরানো রোদে হাঁপিয়ে উঠেছে মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ। জেলাগুলো হচ্ছে—ঢাকা, কিশোরগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, রাজশাহী, পাবনা ও কুষ্টিয়া। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এ ছাড়া তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেটের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক হতে পারে। 

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সারা দেশের তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।’

আজ বুধবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার রাঙামাটিতে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে মিয়ানমার উপকূল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সর্বশেষ মিয়ানমারের ভূখণ্ড লঘুচাপে পরিণত হয়ে তা গুরুত্বহীন হয়েছে। 

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল