হোম > পরিবেশ

খোকসা ঘাঘট নদ বাঁচানোর দাবি গ্রিন ইকোর

রংপুর প্রতিনিধি

রংপুর নগরীর বুক চিরে বয়ে যাওয়া খোকসা ঘাঘট নদ বাঁচানোর দাবি জানিয়েছে গ্রিন ইকো নামের একটি পরিবেশবাদী সংগঠন। দখল ও দূষণে কবলে পড়ে জরাজীর্ণ এ নদের পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় নদটির অস্তিত্ব বিলীনের পথে রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 

সোমবার ১২টার দিকে বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন খোকসা ঘাঘট নদের পাদদেশে সচেতনতামূলক ক্যাম্পেইন করে এ সংগঠন। ক্যাম্পেইনে প্লাস্টিক, আবাসিক বর্জ্য ও ময়লা আবর্জনামুক্ত খোকসা ঘাঘটের দাবিসহ সচেতনতা বৃদ্ধির কথা বলা হয়। 

গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী বলেন, এক সময় রংপুর অঞ্চলের সবচেয়ে বড় নদ ছিল ঘাঘট। ২৩৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ নদটি নীলফামারী ও রংপুর হয়ে গাইবান্ধার ফুলছড়ি ঘাটের উত্তরে ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলেছে। রংপুরের বিভিন্ন উপজেলার বুক চিরে বয়ে গেছে ঘাঘট। 

তিস্তা নদীর শাখা ঘাঘট নদ রংপুর নগরীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে শ্যামাসুন্দরী খাল নামে প্রবাহিত হয়েছে। নগরীর বুক চিরে ১০ কিলোমিটার বয়ে গিয়ে শ্যামাসুন্দরী খাল সাতমাথা এলাকায় বুড়াইল নদের সঙ্গে মিলে খোকসা ঘাঘট নামে প্রবাহিত হচ্ছে। বর্তমানে এ নদ দখল দূষণে ধুঁকে মরছে। এ পরিস্থিতি থেকে খোকসা ঘাঘটসহ সব নদনদী বাঁচানোর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

সচেতনতামূলক এই ক্যাম্পেইনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রিন ইকোর সদস্যরা অংশ নেন। 

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে যাত্রা শুরু করে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকো। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি পরিবেশের উন্নয়ন ও সুরক্ষায় কাজ করছে। এ ছাড়া পাখি সংরক্ষণ, প্লাস্টিক ব্যবহার রোধ, বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তারা। 

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি