হোম > পরিবেশ

ভোরে হঠাৎ ব্যাপক বৃষ্টি, রাজধানীতে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্ষাকাল (আষাঢ়-শ্রাবণ) শেষ হয়েছে প্রায় দুই মাস আগে। তবে দেশে মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে শরতেও (ভাদ্র-আশ্বিন) দেখা মিলছে বৃষ্টির। আজ শনিবার ভোরে হঠাৎ করে ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। 

রাজধানীর মালিবাগ, মিরপুর, মগবাজার, ধানমন্ডি, সাত মসজিদ রোড, শান্তিনগর, পুরান ঢাকাসহ অনেক এলাকায় সড়কে পানি জমেছে। দূর্গাপুজার ছুটি শেষে অফিস-আদালত খুলবে সোমবার। ছুটির দিন হলে ভোরের এই বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন শ্রমজীবী ও নিম্নবিত্ত মানুষ। রাস্তায় গণপরিবহন বাদে গাড়ির সংখ্যাও কম। 

আবহাওয়ায় অধিদপ্তর বলছে, গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গল ও হাতিয়ায়—২৪ মিলিমিটার। এর বাইরে দেশের কোথাও তেমন বৃষ্টিপাত হয়নি। ঢাকার আকাশ কখনো মেঘলা আবার কখনো রোদের দেখা মিলেছে। তবে সন্ধ্যার পরে ঢাকায় এক পশলা বৃষ্টি হয়। 

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী দুই দিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয়। আগামী দুই-তিন দিনে এটি বাংলাদেশ থেকে বিদায় নেবে। এরপর আর তেমন বৃষ্টি থাকবে না।

বৃষ্টি না হলেও খুব বেশি গরম থাকবে না। কারণ চার মাস দেশে মৌসুমী বায়ু সক্রিয় থাকে। আশ্বিনের মাঝামাঝিতে বিদায় নেয়। এরপর বৃষ্টি কমে যায়, হালকা ঠান্ডা অনুভূত হতে থাকে। 

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শনিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

আর আগামীকাল রোববার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫

দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর

মধ্যরাতে দেশে দুই দফা ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেট ও মৌলভীবাজার

ঢাকায় আজ আরও কমেছে তাপমাত্রা

খনিজের সন্ধানে গভীর সমুদ্রে খনন, দুর্লভ জীববৈচিত্র্য বিলুপ্তির শঙ্কা