হোম > পরিবেশ

সারা দেশে দুই দিন বৃষ্টি হবে, ৭ মে লঘুচাপের আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কয়েক দিন তীব্র গরমে পর আবার তাপমাত্রা কমতে শুরু করেছে। আজ বুধবার ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে বৃষ্টির হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে, বৃষ্টির কারণে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। এ ছাড়া আবহাওয়া সতর্ক বার্তায় আগামী ৭ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কার কথা বলা হয়েছে। 

অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বুধবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দুই দিন বৃষ্টির সম্ভাবনা আছে। এতে তাপমাত্রা কিছুটা কমে আসবে। তারপর আবার তাপমাত্রা বাড়তে থাকবে। আর ৭ মে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।’

আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

বুধবার যশোরে সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র ৩ মিলি মিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি