হোম > পরিবেশ

বঙ্গোপসাগরে জেলেদের জালে ৪০০ কেজির মাছ

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের জেলেদের জালে ধরা পড়েছে একটি বিশাল মাছ। আনুমানিক ওজন চার শ কেজি।

গত মঙ্গলবার (২০ জুলাই) উপজেলার শেখেরখীল ইউনিয়নের এফবি শাহ্ জাব্বারিয়া ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে জাল পাতে। ওই ট্রলারের জেলে ফরিদ মাঝির জালে মাছটি ধরা পড়ে। ফরিদ মাঝি স্থানীয় শেখেরখিল এলাকার বাসিন্দা বলে জানা যায়।

আজ শনিবার সাগর থেকে ফিরে উপজেলা শেখেরখীল ইউনিয়নের সরকার বাজারে রাত ৮টার দিকে ট্রলার থেকে মাছটি নামানো হয়। স্থানীয় জেলেরা জানান, খবর ছড়িয়ে পড়লে ওই ইউনিয়নের সরকার বাজারে মাছটি একনজর দেখতে লোকজন ভিড় জমায়। কেউ বলছে এটি হাঙ্গর, কেউ বলছে তিমি। তবে কোনো মাঝিমাল্লাই মাছটির নাম বলতে পারেননি।

ফরিদ মাঝি আজকের পত্রিকাকে বলেন, আমরা নিয়মিত বঙ্গোপসাগরে জাল ফেলি। প্রতিদিনের মতো সময় হলে জাল টানা শুরু করি। সেদিন জাল টেনে আনতেই দেখা গেল বিরাট আকারের একটি মাছ। মৃত অবস্থায় মাছটিকে আমাদের ঘাটে নিয়ে আসি।

মাছটির প্রজাতি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা উম্মুল ফারা তাসকিয়া আজকের পত্রিকাকে জানান, এটি আসলে তিমি হাঙ্গর। বৈজ্ঞানিক নাম রাইনকডন টাইপাস। এ জাতীয় মাছ বিরল। বিশেষ করে বঙ্গোসাগরে এই প্রজাতির মাছ খুব কমই পাওয়া যায়।

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’