হোম > পরিবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া গেছে অজ্ঞাত জাতের সাপ

প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাওয়া গেছে একটি বিরল প্রজাতির সাপ। উদ্ধার হওয়া এই সাপটি প্রথমবারের মতো শ্রীমঙ্গলে দেখা মিলেছে। শ্রীমঙ্গলের কেউ এর নাম বলতে পারেননি। পরে উদ্ধার হওয়া সাপটির ছবি গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট ও সর্প বিশেষজ্ঞ মো. : সোহেল রানার কাছে এটির ছবি পাঠালে বলেন, এটি দেখতে অনেকটা গ্রে ক্যাট সাপের মতো। তবে গ্রে ক্যাট সাপের চোখ একটু লালচে হয় এটি সাদা। 

চট্টগ্রাম স্নেক ভেনম সেন্টারের সহকারী গবেষক বোরহান বিশ্বাস এর ছবি দেখে জানান, এটি অনেকটা বিরল প্রজাতির, সচরাচর এটি দেখা না গেলেও বাংলাদেশিয় সাপের তালিকায় এর নাম রয়েছে। 

শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোতে সাপটি দেখার পর উদ্ধারের জন্য বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে বন বিভাগের সহযোগিতায় সেখান থেকে সাপটিকে উদ্ধার করেন। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া সাপটি স্থানীয়দের কাছে অপরিচিত। এর পরিচয় শনাক্ত করতে সর্প বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। শুক্রবার বিশেষজ্ঞ দল আসলে এর সঠিক পরিচয় পাওয়া যাবে। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, এর আগে এ ধরনের সাপ এ অঞ্চলে দেখা যায়নি। সাপটি উদ্ধারের পর লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। এটি একটি মৃদু বিষধর সাপ। বর্তমানে বাংলাদেশে প্রায় বিলুপ্ত। 

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল