হোম > পরিবেশ

জলবায়ু পরিবর্তনে উদ্বেগ, কম সন্তান নিতে চান ইউরোপীয় তরুণেরা: জরিপ

অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ক্রমবর্ধমান জলবায়ু সংকটের গভীর প্রভাব পড়ছে তরুণ প্রজন্মের চিন্তাধারায়। জলবায়ু পরিবর্তনের কারণে জরুরি পদক্ষেপ হিসেবে তরুণেরা জীবনযাপনের ধরনে ও খাদ্যতালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছেন।

সম্প্রতি জলবায়ুর জন্য পরিবর্তিত জীবনধারা নিয়ে তরুণদের মধ্যে এক জরিপ চালিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জরিপ অনুসারে, যুক্তরাজ্য, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন ও সুইডেন—এ সাতটি ইউরোপীয় দেশের তরুণেরা পরিবেশের জন্য জীবনযাপনের ধরনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আনতে ইচ্ছুক। পরিবেশের ক্ষতি কমাতে তাঁরা তুলনামূলক ছোট পরিবার, গাড়ির ব্যবহার বন্ধ, এমনকি নিরামিষাশী হতে প্রস্তুত।

তবে, ছোট ছোট পরিবর্তন আনতে তুলনামূলক কম আগ্রহ দেখিয়েছেন তরুণেরা। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ ও বেশি বেশি বৃক্ষ রোপণের মতো কর্মসূচিতে তরুণদের আগ্রহ তেমন লক্ষণীয় নয় বলে জরিপে উঠে আসে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের জন্য তরুণেরা সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত হলেও প্রয়োজনীয় ছোট ছোট পরিবর্তনগুলো আনতে তাঁদের আগ্রহ আরও বাড়াতে হবে।

জরিপ প্রতিবেদনে পরামর্শ হিসেবে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারী বা বাড়িতে সোলার প্যানেল স্থাপনকারীদের জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থা করার মাধ্যমে তরুণদের মধ্যে এ আগ্রহ বাড়াতে পারে সরকার। এ ছাড়া একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে আরও টেকসই পণ্য ও সেবা পরিবেশে ইতিবাচক প্রভাব রাখতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

জরিপে আরও দেখা যায়, চলমান অর্থনৈতিক দুর্দশার নেতিবাচক প্রভাব পড়ছে তরুণদের ভবিষ্যৎ পরিকল্পনায়। জরিপে অংশ নেওয়া অর্ধেকেরও বেশি তরুণের ধারণা, আগামী এক দশকের মধ্যে একটা বাড়ির মালিক হতে পারার বিষয়ে তাঁরা সন্দিহান। জরিপে অংশ নেওয়া একটি বড় এক অংশ বলেছেন, অর্থনৈতিক উদ্বেগ তাঁদের পরিবার গঠনের পথে বাধা হতে পারে।

জরিপে পাওয়া এ তথ্যগুলো থেকে বোঝা যায়, তরুণদের এ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে নীতিনির্ধারকদেরও সচেতন হওয়া উচিত। সেই সঙ্গে দরকার জলবায়ুর জন্য কার্যকর নীতি প্রণয়ন।

তীব্র শীতে বিপর্যস্ত দেশ কষ্টে খেটে খাওয়া মানুষ

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে