চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ছোট্ট বিল এলাকা থেকে এক বন্য হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বন বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা এই হাতির মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গল চাম্বলের এয়াকুব আলী মসজিদের পাশে ছোট্ট বিল এলাকা বৃহস্পতিবার সন্ধ্যায় বন্য হাতিটি খুব চিৎকার, চেঁচামেচি করে। শুক্রবার সকালে হাতিটিকে মৃত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের খবর দিলে উপজেলা বন বিভাগের কর্মকর্তারা এসে হাতিটির মরদেহ উদ্ধার করে। হাতিটি অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা।
চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গল চাম্বল এলাকায় হাতিটি চেঁচামেচি খবর শুনেছি। শুক্রবার সকালে জঙ্গল চাম্বল ছোট্ট বিল এলাকায় হাতিটিকে মৃত অবস্থায় দেখা যায়।
বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, স্থানীয়দের খবরে আমরা ঘটনাস্থলে এসে হাতির মরদেহ উদ্ধার করেছি। অসুস্থতা জনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হাতিটির ময়নাতদন্ত করা জন্য প্রাণিসম্পদের চিকিৎসক দল ঘটনাস্থলে এসেছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া জানান, জঙ্গল চাম্বল এলাকায় বন্য হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।