হোম > পরিবেশ

শনি ও রোববার বৃষ্টি কমবে, বুধবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ ও দেশে মৌসুমি বায়ুপ্রবাহ সক্রিয় থাকায় চট্টগ্রাম অঞ্চলে ১৯ আগস্ট থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়। সেই সঙ্গে ভারতের ত্রিপুরা থেকে আসা ঢলে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি অঞ্চল প্লাবিত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চট্টগ্রাম অঞ্চলে আগামীকাল শনি ও রোববার বৃষ্টিপাত কিছুটা কমে আসবে। সোম ও মঙ্গলবার বৃষ্টি একটু বাড়লেও বুধবার থেকে আবার কমবে। এতে বন্যা পরিস্থিতির দ্রুতই উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ইতিমধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমেছে। উল্লিখিত এলাকায় বৃষ্টিও কম হয়েছে। কোথাও কোথাও সূর্যের দেখা মিলেছে। 

তিনি বলেন, ‘শনি ও রোববার কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রাম এলাকায় বৃষ্টিপাত কম থাকবে। তবে সোমবার আর মঙ্গলবার একটু বাড়তে পারে। বুধবার আবার কমে যাবে।’ 

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আজ সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে—১৭৬ মিলিমিটার। চট্টগ্রামের রামগতিতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলের কুমিল্লাতে সামান্য, কক্সবাজারে ৩৭ মিলিমিটার ও হাতিয়াতে ৬৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়। তবে খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা বেড়েছে। 

আবুল কালাম মল্লিক বলেন, ভারতের ত্রিপুরা ও মিজোরামেও বৃষ্টিপাতের প্রবণতা কমে এসেছে। আশা করা যাচ্ছে, শনি ও রোববার বৃষ্টি কম হবে। বুধবার থেকে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

আবার রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

আর সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী ভারী বর্ষণ হতে পারে। 

এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শীতে কাঁপছে সারা দেশ ভোগাচ্ছে ঘন কুয়াশা

শীতের প্রকোপ বাড়ছে: ৭ জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ, থাকবে কত দিন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, সতর্ক থাকতে পারেন যেভাবে

মেঘলা ঢাকার আকাশ, কুয়াশার দেখা মিলতে পারে

শীতে জবুথবু, কুয়াশায় দুর্ঘটনা

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ