হোম > পরিবেশ

৯০ কিলোমিটার বেগে উপকূলের ১১ জেলায় আঘাত হানতে পারে মিধিলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। 

আজ বৃহস্পতিবার রাতেই এটি ঘূর্ণিঝড় মিধিলিতে রূপ নেওয়ার কথা। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি দেশের উপকূলের ১১টি জেলার ওপর দিয়ে অতিক্রম করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজকের পত্রিকাকে বলেন, গভীর নিম্নচাপটি এখন যেখানে আছে সেটি আরও ঘনীভূত হতে পারে। এটি বৃহস্পতিবার রাতেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে আঘাত হানবে। 

এদিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড়টি শুক্রবার দুপুর ১২টার মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। 

মন্ত্রী জানান, বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১১টি জেলায় এই ঘূর্ণিঝড়টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হলো-সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, বরগুনা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হলে বাতাসের গতিবেগ সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিতে উপকূলে আঘাত হানতে পারে। তবে ঘূর্ণিঝড়টি খুলনা ও বরিশালের মাঝখান দিয়ে (খেপুপাড়ার ওপর দিয়ে) উপকূল অতিক্রম করতে পারে বলে সভায় আলোচনা হয়েছে। 

আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি গতকাল সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। 

শাহানাজ সুলতানা বলেন, উপকূলে আঘাত হানলে এটির গতিবেগ সাধারণ সাইক্লোনের যে গতিবেগ থাকে (৬০-৮৮) কিলোমিটার এমনই থাকবে। শুক্রবার দুপুরের পর বা দিবাগত রাতে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। 

মালদ্বীপের দেওয়া নতুন এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশে এ বছর হওয়া তৃতীয় ঘূর্ণিঝড় হবে এটি। এর আগে চলতি বছরের ১৪ মে বাংলাদেশের টেকনাফ ও মিয়ানমারের সিতওয়ে উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। আর গত ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে।

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি

বেড়েছে ঢাকার তাপমাত্রা, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় আজ সকালে তাপমাত্রা ১৬.৬

ঢাকায় পড়েছে হালকা শীত

নতুন তথ্য বলছে, আমাদের ধারণার চেয়েও বেশি উষ্ণ হয়েছে পৃথিবী