হোম > পরিবেশ

বিক্রির জন্য আটকে রাখা ২০ পাখি জব্দ, পৌর পার্কে অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার লক্ষ্যে ‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ স্লোগানে অভিযান চালিয়ে ২০টি পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। আজ সোমবার সকালে নোয়াখালী পৌর পার্কে পাখিগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। 

জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে-২টি ঘুঘু,৬টি মুনিয়া,৬টি শালিক ও ৬টি টিয়া পাখি। 

সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদীতে বন্যপ্রাণী সংরক্ষণে বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার নির্দেশে অভিযান চালানো হয়। এ সময় দুজন বিক্রেতার কাছ থেকে বিক্রির জন্য আটকে রাখা ২০টি পাখি জব্দ করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। 

রেঞ্জ কর্মকর্তা আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর তফসিল-১ এর অন্তর্ভুক্ত রক্ষিত বন্যপ্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া ও ক্রয়-বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। তাই ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন-উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান প্রমুখ।

দূষণ বাড়ছে বাতাসে, যেসব সতর্কতা অবলম্বন করতে পারেন

ঢাকায় তাপমাত্রা কমতে পারে

বিলুপ্তি থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঘের ফিরে আসার গল্পটি রুদ্ধশ্বাস

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা বাস্তবায়নে সবার সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

দিল্লির বাতাসে দুর্যোগপূর্ণ দূষণ, ঢাকার বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

রৌদ্রোজ্জ্বল ঢাকায় তাপমাত্রা ১৬.৫

শনিবার থেকে শুরু হচ্ছে ‘জলবায়ু ন্যায্যতা সমাবেশ ২০২৫’

ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব জাপান, সুনামি সতর্কতা জারি

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, দিল্লির অবস্থা বিপজ্জনক

ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৫