নোয়াখালীতে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার লক্ষ্যে ‘আমরাই পারি বন্যপ্রাণী বাঁচাতে’ স্লোগানে অভিযান চালিয়ে ২০টি পাখি জব্দ করেছে উপকূলীয় বন বিভাগ। আজ সোমবার সকালে নোয়াখালী পৌর পার্কে পাখিগুলো অবমুক্ত করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জব্দকৃত পাখিগুলোর মধ্যে রয়েছে-২টি ঘুঘু,৬টি মুনিয়া,৬টি শালিক ও ৬টি টিয়া পাখি।
সদর রেঞ্জ কর্মকর্তা এ এস এম মহিউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর মাইজদীতে বন্যপ্রাণী সংরক্ষণে বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞার নির্দেশে অভিযান চালানো হয়। এ সময় দুজন বিক্রেতার কাছ থেকে বিক্রির জন্য আটকে রাখা ২০টি পাখি জব্দ করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে বিক্রেতাদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
অভিযানকালে আরও উপস্থিত ছিলেন-উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সহকারী বন সংরক্ষক কাজী তারিকুর রহমান প্রমুখ।