বিশ্বের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরি প্রায় সম্পন্ন করে ফেলেছে থাইল্যান্ড। এটি তৈরি হলে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে একটি নতুন দ্বার উন্মোচিত হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উবন রতচাথানি প্রদেশে একটি জলাধারের ওপর ১ লাখ ৪৪ হাজার ৪১৭টি সোলার প্যানেল বসানো হচ্ছে। জলাধারে মোট ৩০০ একর জায়গাজুড়ে এই সৌরবিদ্যুৎ প্রকল্পটি হচ্ছে। যেখানে সাতটি সোলার ফার্ম তৈরি করা হয়েছে। বর্তমানে সপ্তম সোলার ফার্মের কাজ শেষ করতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে থাইল্যান্ডের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইলেক্ট্রিসিটি জেনারেশন অথরিটি অব থাইল্যান্ড। সংস্থাটি বলছে, আগামী ১৬ বছরে এ ধরনের আরও আটটি বাঁধ তৈরির পরিকল্পনা রয়েছে তাদের।
এ নিয়ে প্রকল্পটির প্রধান চানিন সালিচান বলেন, প্রকল্প শেষ হলে আমরা ২ হাজার ৭২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারব।
থাইল্যান্ড বিদ্যুৎ উৎপাদনের জন্য এতদিন কয়লার ওপর নির্ভরশীল ছিল। তবে স্বাস্থ্য এবং পরিবেশগত ঝুঁকি থাকার কারণে ক্রমে জীবাশ্ম জ্বালানিভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে যাচ্ছে দেশটি।
থাইল্যান্ডের বিদ্যুৎ উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, ২০৩৭ সালের মধ্যে অ-জীবাশ্ম জ্বালানির মাধ্যমে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।