হোম > পরিবেশ

খাদ্যের খোঁজে লোকালয়ে হনুমান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে বেশ কিছুদিন ধরে বাড়ির ছাদে, ঘরের চাল ও দোকানসহ বিভিন্ন স্থানে দেখা মিলছে একটি হনুমানের। খাদ্য ও নিরাপত্তার জন্য এক স্থান থেকে আরেকস্থানে ছুটে বেড়াচ্ছে হনুমানটি। 

এলাকা সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দেখা মিলছে হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমাচ্ছে। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বারবার পরিবর্তন করছে হনুমানটি। 

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদের সামনে দেখা যায় হনুমানটি দেয়ালে বসে রয়েছে। কিছু উৎসুক জনতা তাকে বিভিন্ন ধরনের খাবার দিচ্ছে। হনুমানটি খিদে পেলে দেয়াল বা উঁচু স্থান থেকে নিচে নেমে আসছে। আশপাশে ঘুরে আবার ওপরে উঠে যাচ্ছে। 

এ বিষয়ে বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিল জিয়াউর রহমান জুয়েল বলেন, 'গত ২২ সেপ্টেম্বর  হঠাৎ বাজারের বিভিন্ন স্থানে দেখা যায় হনুমানটিকে। হনুমানটিকে দেখতে উৎসুক জনতা ভিড় করলে হনুমানটি আতঙ্কিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে।' 

বেতাগী পৌরসভার সিনিয়র অফিস সহকারী তুহিন শিকদার বলেন, '২৯ সেপ্টেম্বর সকালে হনুমানটিকে আমার বাসার ছাদে দেখতে পাই। হনুমানটি আমার ছাদের কৃষি ফসল খেয়ে নষ্ট করে ফেলেছে।' 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন বলেন, 'বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।'

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি