এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘জয়েন্ট ফ্যামিলি’। নাটকটি প্রতি সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে। মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকের গল্পে দেখা যাবে, যৌথ পরিবারের মেয়ে শিশির। তার বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত সব সম্মন্ধ ভেস্তে যায়। কারণ, শিশিরের দাবি— বিয়ের পর সে শ্বশুরবাড়ি যাবে না।
তার ধনুরভাঙা পণ, বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি সবাই মিলেমিশে এক বাড়িতে থাকবে। দু-পক্ষের কাছেই পরের বাড়ি বলে কিছু থাকবে না।
বিয়ে হয় তাদের। একটি দুই তলা বাড়ি কিনে দুই পরিবারের মানুষগুলো একত্রে থাকতে শুরু করে।
‘জয়েন্ট ফ্যামিলি’ ধারাবাহিক নাটকে শিশির চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। আর অমি চরিত্রে আছেন তৌসিফ মাহবুব।