হোম > বিনোদন > টেলিভিশন

শুটিংয়ে ‘স্বাতী নক্ষত্রের আলোয়’

চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।

চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।

নাটকে মৌ একজন ধনাঢ্য নারী। মৌ বলেন, ‘আমি তো খুব বেছে বেছে নাটকে কাজ করি। এর মধ্যে এই নাটকের গল্পটা ভালো লেগেছে। তা ছাড়া পরিচালক চয়নিকা চৌধুরী একটা আস্থার জায়গা। তাঁর কাজ করতে বরাবরই ভালো লাগে।’

গল্পে বার্তা দেওয়া হয়েছে ভালোবাসাই বড়। ভালোবাসতে জানলে সম্পর্ক সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায়। পরিচালক বলেন, ‘মূল চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, ওনাদের সঙ্গে আগেও বহু কাজ করেছি। তবে এই কাজটি ওনারা আমার সঙ্গে করেছেন বলে ভীষণ কৃতজ্ঞ। কারণ শুরু থেকেই মনে হচ্ছিল, সব যেন নতুন করে শুরু করতে হচ্ছে। এমন অবস্থায় ওনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, তাতে আমি মুগ্ধ।’

হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’