চার মাস পর শুটিংয়ে ফিরলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তাঁর নতুন নাটক ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। অভিনয় করছেন তারিক আনাম খান, সাদিয়া ইসলাম মৌ ও শবনম ফারিয়া। আজ মিরপুরে শেষ হবে নাটকটির শুটিং।
চয়নিকা চৌধুরী বলেন, ‘চার মাস পর কাজে ফিরলাম। কেমন যেন অনভ্যস্ত মনে হচ্ছে সবকিছু। একটু ভয় ভয় করছে। তবে ভালোভাবেই শুটিং শেষ হচ্ছে। সুন্দর একটা সম্পর্কের গল্প বলা হবে।’ করপোরেট জীবনের গল্প বলবে এ নাটকটি। নাটকে তারিক আনাম খান ও মৌ অভিনয় করছেন স্বামী-স্ত্রীর চরিত্রে।
হাউস অব এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত ‘স্বাতী নক্ষত্রের আলোয়’ নাটকটি কোথায় প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।