৯ টাকা মোহরানায় বিয়ে করলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। জানা গেছে, চমকের বরের নাম আজমান নাসির, পেশায় ব্যবসায়ী। তাঁর গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। ব্যবসার পাশাপাশি অভিনয়ও করেছেন তিনি। চমকের সঙ্গে তাঁকে দেখা গেছে চলতি বছর এপ্রিলে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে।
বিয়ের ছবিতে চমককে খুব সাধারণভাবে দেখা গেছে। একটি মাদ্রাসায় তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ছবিতে তাঁদের সঙ্গে সেখানকার ছাত্রছাত্রীদেরও দেখা গেছে।
বিয়ের ছবি শেয়ার করে চমক লিখেছেন, ‘বন্ধুরা, ৯ আমার জন্য সৌভাগ্যের নম্বর, যেহেতু আমার জন্মদিন ৯ জুলাই, তাই আমরা মোহরানা ৯ টাকা রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা দুজনই বিশ্বাস করি যে একটি সুখী বিবাহিত জীবনের জন্য অর্থ কখনোই গুরুত্বপূর্ণ নয়। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত ভালোবাসা, যা আমাদের সারা জীবন একসঙ্গে রাখবে বলে আমরা বিশ্বাস করি।’
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আংটিবদল ও দ্রুতই বিয়ের ঘোষণা দেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এরপর ফেসবুক থেকেই জানা গেছে, শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গেছেন অভিনেত্রী। সঙ্গে আছেন তাঁর হবু বর। শুধু তা-ই নয়, এবারের ঈদ সেখানেই উদ্যাপন। সঙ্গীকে নিয়ে ভ্রমণের বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি।