হোম > বিনোদন > টেলিভিশন

ফারিণের লজিং মাস্টার ফারহান!

তাসনিয়া ফারিণদের বাসায় লজিং মাস্টার হিসেবে থাকেন মুশফিক আর ফারহান। দুই বোনকে পড়াশুনা করান মুশফিক। একটা সময় ফারিণ প্রেমে পড়েন তাঁর গৃহশিক্ষকের। কিন্তু গরীব ঘরের ফারহান উচ্চবিত্ত ফারিণের প্রেমের প্রস্তাবে সায় দেয় না। কারণ সামাজিক বাস্তবতা।

এমনই এক শিক্ষক ও ছাত্রীর প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের নাটক ‘লাস্ট লাভ’। সৌরভ ইশতিয়াকের কাহিনি নিয়ে এটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এ নাটকে মুশফিক আর ফারহান অভিনয় করেছেন হাসিব আর নীলা চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ। আর ফারিণের বাবার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ।

নির্মাতা মাহিন বলেন, ‘লাস্ট লাভ নাটকটির গল্পে উঠে এসেছে সমাজের উচ্চবিত্ত ও নিম্নবিত্তের মধ্যে একটা অদৃশ্য দেয়ালের বাস্তবতা। যে দেয়ালের কারণে দুটো প্রাণের মানুষ বারবার মুখোমুখি হয়েও এক হতে পারে না। বেঁচে থাকে না-পাওয়ার বেদনা বুকে চেপে।’

‘লাস্ট লাভ’ নাটকটির শেষভাগে দেখা যায়, ১৫ বছর পর ফের দেখা হয় শিক্ষক ফারহান ও ছাত্রী ফারিণের। তৈরি হয় আবেগঘন মুহূর্ত।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘লাস্ট লাভ’ উন্মুক্ত হবে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

ফেসবুক পোস্টের গল্প থেকে নাটক, কেন্দ্রীয় চরিত্রে অহনা

রাবেয়া খাতুনের সখিনাকে খুঁজছেন আবুল হায়াত

মোশাররফ করিম এবার স্ট্যান্ডআপ কমেডিয়ান

১ ডিসেম্বর চ্যানেল আইয়ে ব্যান্ড ফেস্ট

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০২৫-এর সেরা ৫

এবার অর্থ প্রতারণার অভিযোগ তিশার বিরুদ্ধে

আমাকে সেখানেই পাওয়া যাবে, যেখানে চরিত্রের গুরুত্ব থাকবে: সুনেরাহ বিনতে কামাল

পলাশের ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামে বসবে ব্রেস্ট ফ্রিডিং কর্নার

মরুর বুকে বাংলার ঘ্রাণ ‘রিয়াদ বাংলাদেশ থিয়েটার’

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া