গত ঈদে করোনার কারণে ফারিণের কাজের সংখ্যা কম ছিল। এর মধ্যে লম্বা সময় ধরে শুটিং করেছেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। প্রায় মাসখানেক হলো প্রচার শুরু হয়েছে সিরিজটির। এখনো প্রশংসা পাচ্ছেন। এর জন্য কষ্টটাও কম করতে হয়নি। সাবিলা চরিত্রটির জন্য যেমন ওজন বাড়াতে হয়েছে, চরিত্রটি নিজের মাঝে ধারণ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ, এই চরিত্রের কোনো কিছুই ফারিণের জীবনে ঘটেনি। ফারিণ বললেন, ‘শুটিং শুরুর ১০ দিন আগে বাসা থেকে প্রতিদিন লোকেশন ভিজিট করতে যেতাম। চরিত্রটা বোঝার জন্যই বাসে যাতায়াত করেছি। কবিতা পড়েছি, ছাদে হেঁটেছি। সিরিজটি করার সময় আমি পুরোপুরি সাবিলা হয়ে ওঠার চেষ্টা করেছি।’
এখন খানিকটা অবসরে তাসনিয়া ফারিণের। ঈদের আমেজে নিজের অভিনীত নাটক দেখছেন। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এবার ঈদে ২১টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। বেশির ভাগ নাটক প্রচার হয়ে গেছে। প্রশংসা পেয়ে খুদে বার্তাও পাচ্ছেন তিনি।
ক্যারিয়ারের বয়স বাড়ছে, সঙ্গে বাড়ছে অভিনয়ের ম্যাচিউরিটিও। এই সময়ে এসে আরও সচেতনভাবে কাজ করতে চান ফারিণ। অতি সাবধানী পয়ে এগোতে চান সামনে।