সাব্বিরের মা কোনো কিছু নির্বাচনের ব্যাপারে ভীষণ খুতঁখুঁতে। যার ব্যতিক্রম হয়নি তাঁর পুত্র সাব্বিরের জন্য কন্যা নির্বাচনের ক্ষেত্রেও। এ পর্যন্ত প্রায় দুই ডজন মেয়ে দেখে ফেলেছেন। কাউকেই তাঁর পছন্দ হয়নি। কারণ হিসেবে তিনি কারও ক্ষেত্রে দাঁত আঁকাবাঁকা, কারও আবার চুল ছোট, কারও ক্ষেত্রে চোখ ভালো নয়, কোনো পাত্রীর হাঁটা ভালো নয়, এমন হাজারো সমস্যা। এমন চলতে চলতে তিনি তাঁর পছন্দমতো একজন পাত্রী পেয়ে যান। যার নাম অহনা। অহনা সব দিকে পারফেক্ট হলেও বাদ সাধেন দেনমোহরের টাকা নিয়ে। সাব্বিরের মা দেনমোহরের জন্য ৫ লাখ টাকা নির্ধারণ করলেও অহনা তা মানতে একদমই রাজি নন। তিনি তাঁর দেনমোহর নিজেই নির্ধারণ করেন ৩০ লাখ। বিপত্তিতে পড়েন সাব্বিরের মা। কী করবেন ভেবে উঠতে পারেন না। এমন গল্প নিয়েই এগিয়ে চলে ঈদের বিশেষ ‘মেনু কার্ড’ নাটকের গল্প।