হোম > বিনোদন > টেলিভিশন

চার বছর পর মোশাররফ করিমের সঙ্গে কেয়া পায়েল

ক্যারিয়ারের শুরুর দিকে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন কেয়া পায়েল। ‘মায়ার জালে’, ‘তুমি আমি আর ডিস্টার্ব’, ‘আমার কথা একবারও ভাবলে না’, ‘গার্লফ্রেন্ড’সহ বেশ কয়েকটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন দুজনে। তবে কয়েক বছর ধরে কোনো নাটকে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। চার বছর পর আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন তাঁরা। অভিনয় করলেন ‘মি. অভাগা’ নামের একটি নাটকে। সম্প্রতি শুটিং শেষ হয়েছে নাটকটির। জুয়েল এলিনের রচনায় মি. অভাগা পরিচালনা করেছেন রাকেশ বসু।

মোশাররফ করিম বলেন, ‘অনেক দিন ধরে নাটকে নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। খুব ভালো করছেন। অভিনয়ের প্রতি তাঁর আগ্রহ আছে। সবচেয়ে বড় কথা, অভিনয়টা তিনি মন থেকে করতে চান। টিমের সবাই মিলে ভালো একটা কাজ করার চেষ্টা করেছি।’

কেয়া পায়েল বলেন, ‘যখন কোনো নাটকে মোশাররফ ভাই থাকেন, তখন আমার ভেতর ভিন্ন এক ভালো লাগা কাজ করে। অনেক কিছু শেখা যায় তাঁর কাছ থেকে। পরিচালকের পাশাপাশি তিনি নিজেও দায়িত্ব নিয়ে নেন কাজটি ভালো করার। অনেক দিন পর আবার তাঁর সঙ্গে কাজ করা হলো। আশা করি, আমাদের নাটকটি সবার ভালো লাগবে।’

নির্মাতা রাকেশ বসু জানান, শিগগিরই আরটিভিতে প্রচারিত হবে মি. অভাগা নাটকটি।

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’

শত পর্বে ধারাবাহিক ‘তেল ছাড়া পরোটা’